পলমল গ্রুপে নিয়োগ

ডেস্ক : নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পলমল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ । প্রতিষ্ঠানটি ‘অফিসার/সিনিয়র অফিসার-এডমিন এন্ড কমপ্লায়েন্স’ পদে নিয়োগ দিচ্ছে। ২৫ থেকে ৩২ বছর বয়সী যে কেউ আবেদন করতে পারবেন।
পদের নাম: Officer/ Sr. Officer – Admin & Compliance
যোগ্যতাঃ
– স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি।
– কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে PGDPM / PGDHRM ডিপ্লোমা থাকার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
– বাংলাদেশ শ্রম আইন-২০০৬, সংশোধনী আইন-২০১৩ এবং শ্রমআইন বিধিমালার উপর জ্ঞান থাকা আবশ্যক।
– এমএস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্ট সম্পর্কে ভাল জ্ঞান থাকতে হবে।
– ভাল যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতাঃ ০২ থেকে ০৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
কর্মস্থলঃ গাজীপুর, ঢাকা (সাভার)।
বেতনঃ আকর্ষণীয় সুবিধা দেওয়া হবে।
চাকুরীর ধরণঃ স্থায়ী।
আবেদনের শেষ তারিখঃ ২৫ নভেম্বর, ২০১৭
আবেদনের প্রক্রিয়াঃ আগ্রহী প্রার্থীদের নিম্নলিখিত ঠিকানায় সিভি পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।খামের উপরে বাম দিকে পজিশনের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
FHRO Department, Palmal Group of Industries, Corporate Head Office, Confidence Center (16th floor), 9/Kha, Shahajadpur, Pragati Sharani, Gulshan, Dhaka-1212।
অথবা ইমাইলেও পাঠাতে পারবেন tahsinahrm@palmalgarments.com
বিস্তারিত নিচের লিংকে দেখুন
http://jobs.bdjobs.com/jobdetails.asp?id=731431&ln=1