এবার পরীক্ষায় সাকিব

ক্রীড়া প্রতিবেদক: এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিবের পরীক্ষা। সাকিবের নেতৃত্বে প্রথম টি-টুয়েন্টি ম্যাচ খেলতে যাচ্ছে টাইগাররা। টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ রাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত ১০টায় ব্লুমফনটেইনের মানগাউং ওভালে ম্যাচটি অনুষ্ঠিত হবে। খেলাটি সম্প্রচার করবে গাজীটিভি ও বিটিভি।
এর আগে, মুশফিকের নেতৃত্বে টেস্ট সিরিজে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। মাশরাফির নেতৃত্বে ওয়ানডে সিরিজেও ব্যর্থ হয়েছে টাইগাররা। আর এবার সাকিবের নেতৃত্বে টি-টুয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ।
বাংলাদেশ দল: লিটন দাস, সাকিব আল হাসান, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, সাইফউদ্দিন, শফিউল ইসলাম, সৌম্য সরকার।
দক্ষিণ আফ্রিকা দল: ডি কক, ডুমিনি, হাশিম আমলা, এবি ডি ভিলিয়ার্স, ডেভিড মিলার, ফারহান বেহার্ডেইন, ডোয়াইন প্রিটোরিয়াস, অ্যান্ডাইল পেহলুকওয়ে, তাবরেইজ শামসি, ডেন পেটার সন, বিউরান হেন্ড্রিকস, অ্যারোন ফাঙ্গিসো, মাঙ্গালিসো মোসেলে, রবার্ট ফ্রাইলিঙ্ক।