জানুয়ারিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি : প্রধানমন্ত্রী
বাবুনগরী, মামুনুল ও ফয়জুলের বিরুদ্ধে মানহানি মামলার আবেদন

আদালত প্রতিবেদক : ভাস্কর্যবিরোধী প্রচারণার অভিযোগে বাংলাদেশে হেফাজতে ইসলামীর নেতা জুনায়েদ বাবুনগরী, হেফাজতে ইসলামের নতুন যুগ্ম মহাসচিব মামুনুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ ফয়জুল করীমের বিরুদ্ধে মানহানি মামলার আবেদন করেছেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী।
মামলায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হুকুমের আসামি করা হয়েছে।
আজ বুধবার সকালে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ মিল্লাত হেসেনের আদালতে মামলাটির আবেদন করেন এ বি সিদ্দিকী। বেলা সাড়ে ১১টায় শুনানি অনুষ্ঠিত হবে।