জানুয়ারিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর কাছে চিনিকল শ্রমিক ও আখচাষিদের স্মারকলিপি

চুয়াডাঙ্গা প্রতিনিধি : রাষ্ট্রায়ত্ত ছয়টি চিনিকল বন্ধের সিদ্ধান্ত বাতিল এবং পাঁচ দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন বিভিন্ন চিনিকলের শ্রমিক, কর্মচারী ও আখ চাষিরা।
সকালে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে জড়ো হন পাবনা চিনিকলের কয়েকশ শ্রমিক কর্মচারী। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি দেন তারা। দাবি মানা না হলে ১৫ই ডিসেম্বর থেকে আরও কঠোর কর্মসূচির ঘোষণার হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।
একই দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতিবাদ সভা ও করেন চুয়াডাঙ্গার দর্শনার কেরু অ্যান্ড কোম্পানির চিনিকলের শ্রমিক-কর্মচারি ও আখচাষিরা। এছাড়া, নিজেদের দাবি আদায়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি ও খোলা চিঠি দিয়েছেন গাইবান্ধা, পঞ্চগড় ও রংপুর চিনিকলের আন্দোলনরত শ্রমিকরা।