জানুয়ারিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি : প্রধানমন্ত্রী
বুড়িগঙ্গায় হাজী সেলিমের অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রতিদিন রিপোর্ট : ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম পুরান ঢাকার সোয়ারীঘাট এলাকায় নদীর জায়গা দখল করে বুড়িগঙ্গার তীরে যেসব স্থাপনা তৈরি করেছিলেন তা ভেঙে ফেলা হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০টায় ওই এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) উচ্ছেদ অভিযান চালায়।
এ রিপোর্ট লেখার সময় দুপুর ১টা পর্যন্ত হাজী সেলিমের ‘চাঁন সরদার কোল্ড স্টোরেজ’ ও ‘চাঁন সরদার ক্রোকারিজ মার্কেট’র অংশ বিশেষ ভেঙে ফেলা হয়েছে।
এছাড়া নদীর জায়গা দখল করে গড়ে তোলা ‘মদিনা পানির ট্যাংক’র শোরুমটিও আজ ভেঙে ফেলা হবে।
ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক (বন্দর) গুলজার আলী যুগান্তরকে বলেন, সকাল সাড়ে ১০টায় অভিযান শুরুর পর হাজী সেলিমের দুটি স্থাপনার অংশ বিশেষ ভাঙা হয়েছে। আরও একটি স্থাপনা ভাঙা হবে।
ঢাকার চারপাশের নদ–নদীর তীরে পুনর্দখল ঠেকাতে বিরতি দিয়ে অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। এরই অংশ হিসেবে গত ২২ ও ২৩ নভেম্বর বাবুবাজার এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়।
বিআইডব্লিউটিএর ঘোষণা অনুযায়ী, আজ রোববার এবং কাল সোমবার পুরান ঢাকার চকবাজার ও লালবাগ থানাধীন ইমামগঞ্জ থেকে লোহারপুল পর্যন্ত বুড়িগঙ্গা নদীর তীরভূমির সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।