জানুয়ারিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি : প্রধানমন্ত্রী
তামিমের রেকর্ড ৬ হাজার টি-টুয়েন্টি রান

প্রতিদিন ডেস্ক : বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসাবে টি-টুয়েন্টি ক্রিকেটে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিম ইকবাল। নিজের খেলা ২১২ তম ম্যাচে এসে তামিম এমন রেকর্ড গড়লেন। তামিমের আগে বাংলাদেশের আর কোনো ক্রিকেটার এমন রেকর্ড গড়তে না পারলেও সব মিলিয়ে ৩৯ জন ক্রিকেটার এর আগে ৬ হাজার রান করেছেন। অর্থাৎ ৪০ তম ক্রিকেটার হিসাবে এমন কীর্তি গড়লেন তামিম।
চলমান বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে বুধবার বেক্সিমকো ঢাকার বিপক্ষে ব্যাট হাতে নামার পূর্বে ৬ হাজার রানে পৌছাতে তামিম ইকবালের প্রয়োজন ছিল মাত্র ২৭ রান। আর তামিম সেটা মাত্র ২৩ বলেই পার করার সঙ্গে ৬ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলেন। এর আগে রাজশাহীর বিপক্ষে তামিম খেলেছিলেন ৭৭* ইনিংস।
শুধুমাত্র তামিম ৬ হাজার রান নয়, প্রথম বাংলাদেশী ব্যাটসম্যান হিসবে তামিম এর আগে ৪ ও ৫ হাজার রানও করেছিলেন। ২০১৭ সালের নভেম্বরে তামিম তার ১৪৯ তম ম্যাচে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। এরপর ২০১৯ সালে জানুয়ারীতে তামিম করেন ৫ হাজার রান।
মজার ব্যাপার হল এক হাজারী ক্লাবে প্রবেশ করা ব্যাতীত তামিম তার প্রতি হাজারী ক্লাবেই প্রবেশ করার দিনে পঞ্চাশোর্ধ্ব রান করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৬ হাজারী ক্লাবে প্রবেশ করার দিনে তামিম ৩১ রানে আউট হয়েছেন বেক্সিমকো ঢাকার বিপক্ষে।
সংখ্যায়-সংখ্যায় তামিমের প্রতি হাজার
তামিম ১ হাজার রান করেন ৪৩ ইনিংসে
১-২ হাজারে পৌছান ৩৩ ইনিংসে
২-৩ হাজারে পৌছান ৩৭ ইনিংসে
৩-৪ হাজারে পৌছান ৩৫ ইনিংসে
৪-৫ হাজারে পৌছান ৩৮ ইনিংসে
৫-৬ হাজারে পৌছান ২৬ ইনিংসে