জানুয়ারিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি : প্রধানমন্ত্রী
খালেদাকে হাসিনার ঈদ শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক সেকেন্দার আলী মোল্ল্যার নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিযে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হাতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ঈদ কার্ড পৌঁছে দেন।
চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গত ৮ অগাস্ট লন্ডনের মুরফিল্ড হাসপাতালে তার ডান চোখের অস্ত্রোপচার হয়।
বিএনপি নেতারা জানান, লন্ডনে বড় ছেলে তারেক রহমানের বাসায় আছেন খালেদা জিয়া।
তারেকের স্ত্রী জোবাঈদা রহমান, মেয়ে জাইমা রহমানের পাশাপাশি খালেদার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান, দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমানও রয়েছেন সেখানে।
পরিবারের সঙ্গে এবার লন্ডনেই কোরবানির ঈদ করার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসনের।