জানুয়ারিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি : প্রধানমন্ত্রী
টুপ টাপ খুব চুপ চাপ
ডেস্ক : ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার একমাত্র রোমান্টিক গান ‘টুপ টাপ খুব চুপ চাপ’র প্রমো প্রকাশিত হয়েছে মঙ্গলবার বিকেলে। গানটি গেয়েছেন উপমহাদেশের জনপ্রিয় শিল্পী অরিজিত সিং ও সোমলতা।
বাংলাদেশের ছবিতে অরিজিতের প্রথম গাওয়া গান এটি।
কলকাতার অনিন্দ্য চ্যাটার্জীর কথায় গানটির সুর করেছেন অরিন্দম।
কোরিওগ্রাফি করেছেন সুমন রহমান। মালয়েশিয়ার সমুদ্র সৈকতে গানটির চিত্রায়ন হয়।
গানটির ভিডিও প্রমোর পর পুরো ভিডিও আসবে কিনা? ‘পুরো অডিও গান প্রকাশের ইচ্ছে আছে। আপতত পুরো ভিডিও ছাড়ার ইচ্ছে নেই,’— বললেন ছবিটির কাহিনিকার সানী ছানোয়ার।
দীপঙ্কর দীপন পরিচালিত ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, মাহি, এবিএম সুমন।
এছাড়া আরও আছেন আলমগীর, আফজাল হোসেন, কাজী নওশাবা, হাসান ইমাম, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।
বাংলাদেশ পুলিশ পরিবারের সহযোগীতায় ছবিটি নির্মিত হচ্ছে। ছবিটি পরিবেশনা করছে দি অভি কথাচিত্র। আগামী ৬ অক্টোবর ‘ঢাকা অ্যাটাক’ মুক্তি পাবে।