জানুয়ারিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি : প্রধানমন্ত্রী
ফাইনালে ওঠা হলো না বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : ডিফেন্ডারদের চরম ব্যর্থতায় ফাইনালে ওঠা হলো না গত আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশের। নেপালের কাছে হেরে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ।
শুক্রবার কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে অনুষ্ঠিত সেমিফাইনালে বাংলাদেশকে ৪-২ গোলে হারিয়েছে স্বাগতিকরা। ম্যাচের ৫ মিনিটে গোল করে এগিয়ে যায় নেপাল। ৩০ মিনিটে ব্যবধান ২-০ করে স্বাগতিকরা। বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করলেও উল্টো ৬৪ মিনিটে আরও পিছিয়ে পড়ে লাল-সবুজ জার্সিধারী কিশোররা।
ম্যাচের ৭২ ও ৭৩ মিনিটে দুটি গোল করে বাংলাদেশকে ম্যাচে ফেরানোর সম্ভাবনা তৈরি করেছিলেন ফয়সাল আহমেদ ফাহিম। এরপর নেপালের জাল খুঁজে পায়নি বাংলাদেশের খেলোয়াড়রা। বরং অতিরিক্ত সময়ের শেষ মিনিটে চতুর্থ গোল করে জয়ের ব্যবধান বড় করে নেপাল।