জানুয়ারিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি : প্রধানমন্ত্রী
রাজধানীতে এএসপির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রূপনগর থানাধীন বেড়িবাঁধ এলাকা থেকে হাইওয়ে পুলিশের কর্মকর্তা এএসপি মিজানুর রহমানের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
জানা যায়, রূপনগর থানা থেকে কিছু দূরে বেড়িবাঁধ এলাকার জঙ্গলে একটি লাশ দেখতে পায় লোকজন। পরে পুলিশে খবর দেয়া হয়। তবে এসময় তার পরনে পুলিশের পোশাক ছিল না।
রূপনগর থানার ওসি (তদন্ত) আকতারুজ্জামান ইলিয়াস বলেন, তার গলায় কালো দাগ রয়েছে। এ থেকে ধারণা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
ওসি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- এটি একটি হত্যাকাণ্ড। তবে কী কারণে, কারা এ কাজ করেছে তা জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠানো হবে।