জানুয়ারিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি : প্রধানমন্ত্রী
ওয়ারীতে অস্ত্রসহ আটক ৫

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ওয়ারী থানা এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ ৫ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (পূর্ব বিভাগ)। তারা হলেন- রেজাউল করিম রাজু (২৮), আব্দুল্লাহ আল মামুন (৩০), মো. আনোয়ার হোসেন (৩২), মো. অলি (২২) ও মো. পলাশ।
রোববার দিনগত রাত ১০টার দিকে ওয়ারী থানাধীন জয়কালী মন্দির রোডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ২টি চাপাতি উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, আটকদের বিরুদ্ধে ওয়ারী থানায় মামলা দায়ের করা হয়েছে।