জানুয়ারিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি : প্রধানমন্ত্রী
কালান্তর নিউজ ডটকমের যাত্রা শুরু

ডেস্ক: ‘’কালান্তর নিউজ গণমানুষের কথা বলবে। পাশাপাশি মুক্তিযুদ্ধ, উন্নয়ন, দেশের ইতিহাস-ঐতিহ্যকে সমুন্নত রাখতে নিরলসভাবে কাজ করবে। কালান্তর কোনো সময়ই এমন সংবাদ পরিবেশন করবে না, যা মুক্তিযুদ্ধবিরোধী ষড়যন্ত্রকারীদের এদেশে রাজনীতি করার সুযোগ করে দেয়।’’
বুধবার বিকেলে গুলশান অল কমিউনিটি সেন্টারে নিউজ পোর্টাল কালান্তর নিউজ ডটকম-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল এমপি। তিনি বলেন, ‘’কালান্তর নিউজ ডটকমে সমাবেশ ঘটেছে তারুণ্যের। তারুণ্যের মেধা দিয়ে জনগণের সকল সমস্যা ও তার সমাধানের দিকনির্দেশনা দেবে এই নিউজ পোর্টালটি।’’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহিত উল আলম, ইউনিভার্সিটি অব মিশিগান-ফ্রিন্ট ইউএসএর প্রফেসর ড. কামরুল এইচ মজুমদার, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পিএসসির সদস্য সমর চন্দ্র পাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিষ্টার তুরিন আফরোজ, ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান লায়ন এম কে বাশার পিএমজেএফ, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, প্রধানমন্ত্রীর এপিএস ও আওয়ামী লীগ নেতা ড. আওলাদ হোসেন, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাবেক সভাপতি মীর মোস্তাফিজ আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কালান্তর নিউজ ডটকমের প্রধান সম্পাদক শরীফ তালুকদার।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ, কালান্তর গ্রুপ ও কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ।