জানুয়ারিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি : প্রধানমন্ত্রী
মা হতে চলেছেন টলি অভিনেত্রী তনুশ্রী

ডেস্ক: মা হতে চলেছেন ভারতীয় বাংলা ছবির অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। তবে রিয়েল লাইফে নয়, রিল লাইফে। খুব শিগগিরই আসতে চলেছে পম্পি ঘোষ মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘তিস্তা তিয়াষা’। আর তাতেই ঋতাভরীর মা হিসেবে পাওয়া যাবে তনুশ্রীকে।
এর আগে ‘দুর্গা সহায়’ ছবিতে দুর্গা অর্থাৎ সোহিনীর মা হিসেবে দেখা গিয়েছিল তাকে। সম্পর্কে মা হননি ঠিকই, কিন্তু মায়ের মতো আগলে রেখেছিলেন সোহিন কে। সুতরাং মাসুলভ চরিত্রে যে তনুশ্রী বেশ পারদর্শী সেই কথা ভেবেই হয়তো পম্পি ঘোষ মুখোপাধ্যায় ‘তিস্তা তিয়াষা’ ছবিতে বেছেছেন তনুশ্রিকে।
ছবিটিতে তনুশ্রীকে দেখা যাবে ‘তিয়াসা’-র চরিত্রে। তার চরিত্র একেবারে আলাদা। এক নারীর পঁচিশ বছর থেকে পরিণত বয়স পর্যন্ত লড়াইয়ের গল্প তুলে ধরবেন তনুশ্রী। তথাকথিত ‘পুরুষতান্ত্রিক’ সমাজ ব্যবস্থার প্রতি ক্রমাগত লড়াই চালাতে দেখা যাবে তাকে।
পাশাপাশি এই ছবির অন্য চরিত্র তিস্তা, আর সেই চরিত্রে দেখা যাবে ঋতাভরীকে। ছবিতে ‘তিস্তা’ খুব লাজুক একটা চরিত্র, ঋতাভরীর মতো স্মার্ট নয়। সমাজে ক্রমাগত পিছিয়ে পড়া এক মায়ের মেয়ে। সেও মায়ের সাথে লড়াই চালিয়ে যায় এই সমাজ ব্যবস্থার প্রতি। সমাজে তাকেও পিছিয়ে পড়তে হয় নানা নানা দিক দিয়ে।
মা ও মেয়ের সম্পর্কের টানাপড়েন নিয়ে একেবারে অন্য রকমের একটা ছবি বানাতে চলেছে পম্পি ঘোষ মুখোপাধ্যায়। ছবির শুটিং এখনো শুরু হয়নি। তবে ইতিমধ্যেই চরিত্রগুলোকে সাজিয়ে ফেলেছেন পরিচালক। এছাড়া এই ছবিতে সুর দিয়েছেন সুরজিৎ।