জানুয়ারিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি : প্রধানমন্ত্রী
অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে জিতল ইংল্যান্ড

ক্রীড়া ডেস্কঃ ইংল্যান্ড সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ১৯৬৬ সালে। সেবারের ফাইনালে তৎকালীন পশ্চিম জার্মানিকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়েছিল ইংলিশরা। সিনিয়রদের বিশ্বকাপে সেটাই ছিল ইংল্যান্ডের শেষ সাফল্য।
৫১ বছর পর ইংলিশদের শিরোপা খরা ঘুচল। এবার আর সিনিয়ররা নয়, খরা ঘোচালেন জুনিয়াররা। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে ভেনেজুয়েলার বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে ইংল্যান্ড। তাতে শিরোপা ঘরে উঠল ইংলিশদের।
ইংল্যান্ডের হয়ে গোলের দেখা পেয়েছেন ডনিমিচ কালভার্ট-লেউন। এভারটন ফরোয়ার্ডের এই গোলটিই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে। গোল শোধ দেয়ার উপলক্ষ পেয়েছিল ভেনেজুয়েলা। শেষ পর্যন্ত আর পারেনি।