জানুয়ারিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি : প্রধানমন্ত্রী
স্বর্ণ ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক : আপন জুয়েলার্সের বিভিন্ন শো-রুম থেকে সোনা জব্দের প্রতিবাদে বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) আগামীকাল রবিবার থেকে ঘোষিত দেশজুড়ে স্বর্ণের দোকানে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে।
শনিবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) নেতারা বৈঠক করে এ সিদ্ধান্ত নেন।
বাজুসের সহ-সভাপতি এনামুল হক খান দোলন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, আপন জুয়েলার্সের সোনা ও হীরা জব্দ করার প্রতিবাদে গত বুধবার দেশ জুড়ে স্বর্ণের দোকানে অনির্দিষ্টকালের ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করেন জুয়েলার্স সমিতির নেতারা।
সেসময় বাংলাদেশ জুয়েলার্স সমিতি বলেছিল, স্বর্ণ নীতিমালা না হওয়া পর্যন্ত তারা ধর্মঘট চালিয়ে যাবে। একই সঙ্গে ৪৮ ঘণ্টার মধ্যে আপন জুয়েলার্সের জব্দকৃত স্বর্ণ, হীরা ও হীরার অলংকার ফেরত দেয়ারও দাবি জানিয়েছিল সংগঠনটি। তবে তিন দিনের মধ্যেই তাদের কর্মসূচি প্রত্যাহার করে নিলো বাজুস।