জানুয়ারিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি : প্রধানমন্ত্রী
বাজেটকে অভিনন্দন জানিয়ে যুবলীগের আনন্দ মিছিল

প্রতিদিন.২৪ ডেক্সঃ বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ ও রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ভিশন-২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে ২০১৭-২০১৮ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে অভিনন্দন জানিয়েছে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।
বৃহস্পতিবার ২০১৭-২০১৮ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে অভিনন্দন জানিয়ে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আনন্দ মিছিল, কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে জিপিও-পল্টন মোড় হয়ে পুনরায় যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের নেতৃত্বে আনন্দ মিছিলে আরো উপস্থিত ছিলেন, যুবলীগ কেন্দ্রীয় কমিটির শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক মিজানুল ইসলাম মিজু, কেন্দ্রীয় নেতা মনিরুল ইসলাম হাওলাদার, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ সহ-সভাপতি মাইনউদ্দিন রানা, সোহরাব হোসেন স্বপন, সারোয়ার হোসেন মনা, আনোয়ার ইকবাল সান্টু, কামাল উদ্দিন খান, এনামুল হক আরমান, মোরসালিন আহমেদ, যুগ্ম-সম্পাদক জাফর আহমেদ রানা, ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু, মাকসুদুর রহমান, দপ্তর সম্পাদক এমদাদুল হক এমদাদ সহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ানের নেতৃবৃন্দ।