জানুয়ারিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি : প্রধানমন্ত্রী
নারায়ণগঞ্জে বিপুল অস্ত্র উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে পুলিশ। নিরাপত্তা বাহিনী সূত্রে জানা যায়, অভিযানে কয়েক ডজন এম-সিক্সটিন রাইফেল ও রকেট লঞ্চারসহ তিনজনকে আটক করা হয়। অভিযান এখনও শেষ হয়নি।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন জানান, রূপগঞ্জের পূর্বাচল আবাসিক এলাকার ৫ নম্বর সেক্টরে বৃহস্পতিবার রাত থেকে এই অভিযান চালানো হয়। তিনি বলেন, গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে শরিফ নামের একজনকে একটি এলএমজিসহ আটকের পর তার স্বীকারোক্তি অনুযায়ী এই অভিযানে যায় পুলিশ। এ সময় দুটি রকেট লঞ্চার, ৬০টি এম-সিক্সটিন রাইফেলসহ বিপুল সংখ্যক গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। অভিযান এখনও চলছে।
অভিযানে তিনজনকে আটকের কথা জানালেও তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।